
শহর প্রতিনিধি->>
ফেনীতে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার মধ্যরাতে সদর উপজেলা পরিষদ গেইট সংলগ্ন নিউবিন মেডিসিন দোকানের সামনে থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুটি ফোল্ডিং চাকুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শহরের স্টেশন রোডের রেলওয়ে কোয়াটারের আনোয়ার হোসেনের ছেলে শুক্কুর (১৯), একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. মিলন (২০), শহরের বিরিঞ্চি এলাকার ফজলুল হকের ছেলে সবুজ (১৮) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পঞ্চগড়ন কুমেরজুলা গ্রামের মো. ফারুকের ছেলে জুয়েল শেখ (২২)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি সদর উপজেলা পরিষদ গেইট এলাকায় অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি দেশীয় তৈরি বন্দুক ও দুটি ফোল্ডিং চাকুসহ চারজনকে আটক করে।
র্যাবের জিঙ্গাসাবাদে আটককৃতরা জানায়, তারা ছিনতাইয়ের উদ্যোশে ওই এলাকায় অবস্থান করছিলো।
মো. জুনায়েদ জাহেদী আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামী ও উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply