
শহর প্রতিনিধি->>
ফেনী পৌরসভার ৪নং ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৪নং ওয়ার্ডে মজিবুর রহমান ভূঞাকে সভাপতি ও সাহাব উদ্দিন তসলিমকে সাধারণ সম্পাদক এবং ৬নং ওয়ার্ডে অমর কৃষ্ণ দাসকে সভাপতি ও আবুল কালামকে সাধারণ সম্পাদক করা হয়।
এদিকে ওই দুটি ওয়ার্ড ছাড়াও আরো দুটি ওয়ার্ডে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে।
২নং ওয়ার্ড সভাপতি ফখর উদ্দিন হাজারী বিদেশে অবস্থান করায় তার স্থলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন শাহআলম বাহার হাজারী। এছাড়া ১৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঞা বাদল অনিয়ম-দূর্নীতির অভিযোগে র্যাবের হাতে গ্রেফতারের পর স্বীয় পদ থেকে তাকে বহিস্কার করায় শূন্য পদে মো. একরামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।
Leave a Reply