
ছাগলনাইয়া প্রতিনিধি->>
ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত রিয়াজ উদ্দিন বাবু ওরফে পিচ্ছি বাবু (২৫) ও মো. নজরুল ইসলাম শাহীনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার পৌর এলাকা থেকে পিচ্ছি বাবু ও শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ। পিচ্ছি বাবু উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবু ইউছুফের ছেলে ও শাহীন একই এলাকার মো. সিরাজুল হকের ছেলে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাগলনাইয়া জনপদের ত্রাস ও ‘কুখ্যাত’ ডাকাত পিচ্ছি বাবুর বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি সহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অপরদিকে ডাকাতি, চুরি, মাদক মামলায় জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামী মো. নজরুল ইসলাম শাহীনকে দীর্ঘ দিন ধরে খুঁজছিলো পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply