ফেনী | তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০ | নিউজ টি পড়া হয়েছেঃ 9975 বার

সদর প্রতিনিধি->>
ফেনীতে মূল্য তালিকা না থাকায় ৬ দোকানীর জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার সকালে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাট ও কালিদহ বাজারে অভিযান পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।
সোহেল চাকমা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার লস্করহাট ও কালিদহ বাজারে অভিযান পরিচালনা পরিচালনা করা হয়। এসময় বাজারের দোকগুলোতে মূল্য তালিকা না থাকা ও হালনাগাদ না করার অপরাধে লস্করহাট বাজারে ৫ টি এবং কালিদহ বাজারে ১ টি মুদি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে আরাফাত স্টোরকে ২ হাজার, ভগ ভান্ডারকে ৩ হাজার, সামছুল হক স্টোরকে ২ হাজার, মিয়াজী স্টোরকে ২ হাজার, হানিফ স্টোরকে ৩ হাজার ও বাদল হরি স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা হ্যান্ড মাইকের মাধ্যমে সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রতিদিন প্রদর্শন করতে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করতে এবং বেশি মূল্যে পণ্য বিক্রি করার করতে অনুরোধ করেন।
অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply