নিজস্ব প্রতিবেদক->>

ফেনীতে গাড়িতে আগ্নিসংযোগের ঘটনায় ও নাশকতার মামলায় যুবদলের দুই নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন-ফেনী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম ওরফে মিনার চেয়ারম্যান (৩৬) ও ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ ওরফে ম্যাটস স্বপন (৪০)।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন নোয়াখালীর আলাইয়ারপুরের মো. সম্রাট (২৫), ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুরের আনিছুর রহমান (২৫) ও বিরলীর শহিদুল ইসলাম স্বপন (১৯)।

সোমবার বিকেলে তাদেরকে ফেনীর মহিপাল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীব কুমার দাশ জানান, দাউদুল ইসলাম মিনার চেয়ারম্যান বিরুদ্ধে সন্ত্রাস চাঁদাবাজি, দাঙ্গা, হাঙ্গামা, নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি গ্রেপ্তার এড়িয়ে নাশকতাসহ প্রতিনিয়ত নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে শহরের মহিপাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য ও নাশকতা ও গাড়ি পোড়ানোর মামলার আসামী আবুল কালাম আজাদ ওরফে ম্যাটস স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই জনকে ডিবি অফিস থেকে ফেনী সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হবে।