
বিশেষ প্রতিনিধি->>
ফেনীতে ঘূর্ণিঝড় মিধিলির প্রাভাবে ফেনীতে উপকূলীয় এলাকায় প্রবল বাতাস ও গাছ উপড়ে পরে কাঁচা ও টিনের বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে শুয়ে পড়েছে বিস্তৃর্ণ একর আমন ধান ও শীতকালিন ফসল। ফেনী বিএডিসির বীজ উৎপাদন খামারে বীজ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে গাছ উপড়ে পড়ে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সোনাগাজী সড়কের বিভিন্ন স্থানে যান চলাচলে বিঘ্ন ঘটে। বড় গাছ উপরে সোনাগাজী পৌরসভার ৭নং ওয়ার্ডের খামারি ক্রীড়াবিদ জসিম উদ্দিনের ডেইরি ফার্মের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
বিএডিসি ফেনী খামারের সিনিয়র সহকারী পরিচালক গৌরাঙ্গ চন্দ্র সূত্রধর জানান, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বীজ উৎপাদন খামার বিএডিসির আওতায় চলতি আমার মৌসুমে ৫৮ একর জমিতে ভিত্তি বীজ উৎপাদন কর্মসূচি রয়েছে। খামারে দুই একর জমিতে গ্রো-আউট টেস্ট বাস্তবায়িত হচ্ছ। ইতিমধ্যে ব্রি ধান ৭৫ ও ব্রিধান ৪৯ জাতের প্রায় ১৩ একর জমির ফসল কর্তন করা হয়েছে। তবে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রায় ৩৫ একর জমির ফসল সম্পূর্ণরূপে শুয়ে পড়েছে। ১০ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে বিজ উৎপাদনে আর্থিক অঙ্কে ২০ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।
পরশুরামের কৃষক আবদুল মান্নান বলেন, আমনে ভালো ফলন হলেও ফসল কাটার পর বাড়িতে আনতে পারিনি। চলমান অবস্থার দ্রুত উন্নতি না হলে বড় ধরনের লোকসানের কথা বলেন তিনি।
সোনাগাজীর মো. ইউনুছ নামে এক কৃষক বলেন, বৃষ্টি না হলে গতকাল থেকে ধান কাটা শুরু করার কথা ছিল। কিন্তু ঝোড়ো হাওয়ায় ২০ শতকের বেশি জমির পাকা ধান বাতাসে নুয়ে পড়েছে। একদম ঘর তোলার মুহূর্তে সব স্বপ্ন শেষ হয়ে গেল।
ছাগলনাইয়া নিজকুঞ্জরা এলাকার কৃষক মমিনুল হক বলেন, ফলন ভালো হলেও আমন ধান ঘরে তুলতে পারব কি না জানিনা। এত টাকা পুঁজি দিয়ে একদম শেষ সময়ে এসে বাতাসে ১৫ শতকের বেশি জমির ধান নুইয়ে পড়েছে। আরও কিছু জমিতে রবি শস্য রোপণের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু এখন বৃষ্টির জন্য সময়মত আবাদ করা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। সময়মত আবাদ করতে না পারলে লোকসান গুণতে হতে পারে।
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে জেলার ২৮২ হেক্টর জমির আমান ধান হেলে পড়েছে। ২৩ হেক্টর শীতকালিন শাক-সবজি ও ২ হেক্টর সরিষা আবাদ ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply