দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞায় নোংরা পরিবেশে মানবখাদ্য তৈরির অভিযোগে বিএসটিআইয়ের অভিযানে মায়ের দোয়া ফুড নামের একটি প্রতিষ্ঠানের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ফাজিলেরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিএসটিআইয়ের কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার কাজী মো. শাহান বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে দাগনভূঞাঁর বিভিন্ন প্রতিষ্ঠানে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ফাজিলের ঘাট সংলগ্ন মায়ের দোয়া ফুডে গিয়ে দেখা যায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে মানবখাদ্য তৈরি করে তা বিপণন করা হচ্ছে। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দীর্ঘদিন আইনভঙ্গ করে ব্যবসা পরিচালনা করে আসছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷