্‌জবহব
জহিরুল আলম : দাগনভূঞা : ( ২৭ মে ১৪): ঃ ফেনীর দাগনভূঞায় গতকাল সোমবার রাত ১০ টায় ভেজাল ঔষধ বিক্রির ও মজুদের দায়ে বসুরহাট রোড়স্থ টাউন ফার্মেসীতে অভিযান চালায় দাগনভুইয়ার ঔষধ সমিতির নেতারা। এ সময় ফার্মেসী থেকে বিপুল পরিমান ভেজাল ও অবৈধ ঔষধ জব্দ করা হয়।
সূত্র মতে জানা যায়, টাউন ফার্মেসী মালিক দেলোয়ার হোসেন বাহার দীর্ঘ দিন ধরে ভেজাল ও অবৈধ ঔষধ বিক্রি করে আসছেন। বিভিন্ন ভাবে তাকে এসব ভেজাল ঔষধ বিক্রি না করার জন্য বলা হলেও সে তা বন্ধ না করায় দাগনভূঞা ফার্মেসী মালিক সমিতির সভাপতি জননী ড্রাগ হাউজের মালিক মহি উদ্দিন ও সাধারণ সম্পাদক ফারুক মেডিকেল হলের মালিক প্রবীর চক্রবর্তীর নেতৃত্বে সোববার রাতে অভিযান পরিচালনা করে ঔষধ দোকান ও বাসা থেকে বিপুল পরিমান ভেজাল ঔষধ জব্দ করে দোকান এবং দোকান ব্ন্ধ করা হয়। সূত্র মতে আরো জানা যায়, দেলোয়ার হোসেন কোন প্রশিক্ষণ না নিয়ে ডাক্তার সেজে প্রশাসনের সামনে দোকানে প্র্যাকটিস করে থাকেন। তার এসব অনৈতিক কর্মকান্ড বন্ধে দাগনভুইয়াবাসী ‘প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন।