ফেনী | তারিখঃ September 27th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 15234 বার

বিশেষ প্রতিনিধি->>
ফেনীতে যুবলীগ নেতা সাইফুল ইসলাম ওরফে আবদুল মোতালেব ওরফে পিটুকে (৩৫) পুলিশে তুলে দিয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে শহরের মাষ্টার পাড়া এলাকা থেকে পুলিশে দেয়া হয়।
আটক পিটু ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পিটু বাহিনী নামে তার একটি ক্যডারা বাহিনী রয়েছে।
দলীয় সূত্র জানা যায়, তার বিরুদ্ধে সন্ত্রাস-চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অসংখ্য অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগেও পিটুকে জয়নাল হাজারী কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিমের সঙ্গে অসদাচরণের অভিযোগে পুলিশে দিয়েছিলেন নিজাম হাজারী। উশৃঙ্খল লোকজন নিয়ে শহরের রামপুর এলাকায় আধিপত্য বিস্তার করে। এখানে দলীয় লোকজনও তার কাছে হেনস্তার শিকার হয়। সম্প্রতি দলীয় এক সভায় পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঙ্গে অসদাচরণ করলে তিনি নিজাম হাজারীর শরণাপন্ন হন। একপর্যায়ে বুধবার সন্ধ্যায় পিটুকে শহরের মাস্টারপাড়ায় ডেকে নিয়ে পুলিশে সোপর্দ করেন নিজাম উদ্দিন হাজারী।
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ৮টি ও সোনাগাজী মডেল থানায় ২টি মামলা রয়েছে। আবদুল মোতালেব ওরফে পিটু
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সম্প্রতি ফেনীর শহরতলী পাঁচগাছিয়া বাজারে একটি বিকাশ দোকানে হামলা ও লুটের ঘটনায় জড়িত।
তাছাড়া তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, সেগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো কি অবস্থায় আছে সে সম্পর্কে আদালতে খবর নেওয়া হবে।
সবকিছু মিলিয়ে সম্পর্কে সন্তোষজনক উত্তর না পেলে আদালতে অন্য কোন মামলায় গ্রেপ্তারী পরোয়ানা পাওয়া গেলে তাকে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
আটক সাইফুল ইসলাম পিটু দাবী করেন- তিনি সবগুলো মামলায় জামিনে রয়েছেন।
এদিকে ফেনী পৌর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবলু জানান, ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুকে পুলিশ আটক করেছে বলে শুনেছেন। তবে কি কারণে আটক করা হয়েছে তা তিনি জানেন না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply