শহর প্রতিনিধি->>

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সরকারী নীতিমালা অনুযায়ী তথ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে। সে হিসেবে তথ্য প্রদান করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপসচিব) গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, জেলা তথ্য অফিসার এস এম আল আমিন।

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার কাউন্সিলর মো. সাইফুর রহমান, সাংবাদিক আবু তাহের, দিলদার হোসেন স্বপন, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী প্রমুখ।