ফেনী | তারিখঃ September 26th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 15559 বার

সদর প্রতিনিধি->>
ফেনীতে বিয়ের ৩ মাসের মাথায় স্বামী-শাশুড়ির নির্যাতনে সুলতানা আক্তার খুকুমনি নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এজহারভুক্ত আসামি শাশুড়ি আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার আসামির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই ঘটনায় গৃহবধূর মা জাহেদা বেগম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নিহত গৃহবধূ খুকুমনি ফেনী সদর উজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদের মেয়ে।
তিন মাস আগে একই উপজেলার শর্শদি ইউনিয়নের জেরকাছাড় গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে খুকুমনিকে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে। খুকুর দরিদ্র পরিবার যৌতুকের টাকা জোগাড় করে দিতে না পারায় প্রায়ই খুকুমনিকে নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে খুকুমনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে খুকু মনি মারা যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় খুকুমনির মা জাহেদা বেগম বাদী হয়ে স্বামী মোবারক হোসেন, শাশুড়ি আমেনা খাতুন ও ননদ রুনা আক্তারের নামে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে শাশুড়ি আমেন খাতুনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় ফেনী মডেল থানায় ৩ জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। এজহারভুক্ত আসামি আমেনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply