আদালত প্রতিনিধি->>

ঢাকার রাস্তায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ভুবন চন্দ্র শীল (৫২) নিহতের ঘটনায় প্রতিবাদ সভা করেছে ফেনী প্রগতিশীল আইনজীবী পরিষদ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রগতিশীল আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সমীর চন্দ্র কর। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট আবুল বশর, অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ভুবন চন্দ্র শীলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, ভুবন চন্দ্র শীলের মরদেহ সোমবার রাতে সৎকার করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড সদস্য সাঈদুর রহমান হেলাল জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভুবন চন্দ্র শীলের মরদেহ গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামে পৌঁছায়। পরে রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহের গ্রামের শ্মশানে সৎকার করা হয়।

ভুবন চন্দ্র শীল পেশায় একজন আইনজীবী ছিলেন। গোমতী টেক্সটাইল লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন তিনি। থাকতেন ঢাকার আরামবাগ এলাকায়। তিনি ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামের কৃষ্ণ কুমার শীলের ছেলে। এক মেয়ের জনক তিনি।

এর আগে সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ভুবন মারা যান। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গত ১৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রাইভেটকার আরোহী এক শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল দুর্বৃত্ত। সেই গুলি লাগে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।