
শহর প্রতিনিধি->>
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ফেনী জেলা পর্যায়ের ফাইনাল খেলা বুধবার বিকেলে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বালকদের খেলায় সোনাগাজী চর শাহাভিকারী আনোয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। অপরদিকে বালিকাদের মধ্যে চর মধুয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় (ফেনী সদর) ১-০ গোলে দাগনভূঞা গোবিন্দপুর ফাজিলের ঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ।
ফেনী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও ফেনী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাহমিদা হক।
ফেনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজি উল্যাহর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
খেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply