ডেস্ক রিপোর্ট->>

ফেনী নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নুরনবী পাড়ায় অযোধ্যা ছড়ার মুখে ফেনী নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে ফেনী নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি মাটিরাঙ্গা থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে হত্যকারীরা নদীতে ফেলে দেয় বলে ধারণা করছে পুলিশ।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।