
শহর প্রতিনিধি->>
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বিকেলে পিটিআই স্কুল মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুনামেন্ট ফেনী পৌর কমিটির সভাপতি নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুনামেন্ট ফেনী পৌর কমিটির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন আহমেদ, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট রওশন আক্তার জাহান, উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম।
ফেনী পৌরসভার সার্বিক সহযোগিতায় ফাইনাল খোলায় সহদেবপুর প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বালকে চ্যাম্পিয়ন হয় জি এ একাডেমি প্রাথমিক বিদ্যালয়।
অন্যদিকে রামপুর প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বালিকা চ্যাম্পিয়ন হয় সুলতানপুর প্রাথমিক বিদ্যালয়।
টুর্নামেন্টে বালক ২৪ দল ও বালিকা ২৪টি দল সহ মোট ৪৮টি দল অংশ গ্রহণ করেন।
ফেনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ওয়াজী উল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী পৌরসভার কাউন্সিলর কোহিনুর আলম, বাহার উদ্দিন বাহার, সাহাব উদ্দিন, মহিলা কাউন্সিলর মঞ্জুরা বেগম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো: আবদুল গনি বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক সহ ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply