আন্তর্জাতিক, পরশুরাম | তারিখঃ July 14th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3209 বার

পরশুরাম প্রতিনিধি->>
জীবনমান উন্নয়নের জন্য প্রবাসে গিয়েও চাকরি না পেয়ে মো. আরিফ হোসেন (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। স্ত্রীর সঙ্গে ইমো অ্যাপে ভিডিও কলে কথা বলতে বলতেই ফ্যানে ঝুলে যান আরিফ। বুধবার রাতে ওমানের মালালা নামক শহরের একটি বাসা থেকে সে দেশের পুলিশ তার মরদেহ উদ্বার করেছেন।
বর্তমানে তার মরদেহ মালালা শহরের একটি সরকারি হাসপাতালে মর্গে রাখা আছে বলে জানায় মালালা অবস্থানরত তার সহপাঠিরা।
নিহত মো. আরিফ হোসেন ফেনীর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের মুন্সিরখিল গ্রামের বেলাল হোসেনের ছেলে। প্রবাসে যাওয়ার আগে প্রেম করে বিয়ে হওয়া আরিফের এক বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
আরিফের বাবা বক্সমাহমুদ ইউনিয়নের জামবিল আশ্রয়ণ এলাকার বাসিন্দা। বেলাল হোসেন বক্সামাহমুদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য হিসাবে কর্মরত।
জানা যায়, দেশে কোন কর্মসংস্থানের ব্যাবস্থা করতে না পেরে গত বছর শেষের দিকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ করে রিপন নামের একজনের সহযোগীতায় ওমানে যান আরিফ হোসেন। কিন্তু ওমানে শারীরিক ভাবে অসুস্থ হওয়ায় দীর্ঘদিন ধরে বেকার অবস্থায় ছিলেন। সেখানে কোন কাজ না পেয়ে সে হতাশায় ভুগছিলেন।
এদিকে গ্রামের বাড়ী থেকে পাওনা টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকায় হতাশায় আরও মুষরে পড়ে আরিফ। সে তার ঘরের একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সাথে গামছা পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। পরে আরিফের রুমমেটরা সালালা শহরের পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
নিহত আরিফের বাবা গ্রাম পুলিশ সদস্য মো বেলাল হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে ওমান থেকে একজন ফোন করে তার ছেলে আরিফ আত্নহত্যা করেছে বলে জানায়। তার পর সে ওমানের সালালা নামক শহরের পরিচিত জনদের সাথে মুঠোফোনে কথা বলে আত্নহত্যার বিষয়টি নিশ্চিত হন।
স্থানীয় ইউপি সদস্য ও ওই এলাকাবার বাসিন্দা সরোয়ারুল করিম চৌধুরী বলেন, একদিকে ঋনের পরিশোধের জন্য চাপ অন্যদিকে স্ত্রীর সাথে সাংসারিক বিষয় নিয়ে মনমালিন্যের জেরে হতাশা থেকে সে আত্নহত্যা করেছেন।
বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া বলেন, ওমানে প্রবাসী আরিফ এর এমন মৃত্যু দুঃখ্যজনক।
নিহতের বাবা বেলাল হোসেন আরও বলেন, বাংলাদেশ থেকে তার পক্ষে খরচ বহন করে ছেলের মরদেহ দেশের আনা সম্ভব নয়। সরকারিভাবে উদ্যোগ নিয়ে তার ছেলের মরদেহ দেশের আনার দাবি জানিয়েছেন তিনি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply