শহর প্রতিনিধি->>

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে ফেনী পৌরসভার ২৩ হাজার ৮১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

রোববার সকালে পৌরসভা কার্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। সকাল ৮টায় শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকেল ৪টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল মেয়র-২ জয়নাল আবেদীন লিটন হাজারী, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান, ১নং নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গীটার, ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ফেনী পৌরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, পৌররসভায় ৫৪টি কেন্দ্র ২৩ হাজার ৮১০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এসময় ৬ মাস বয়স থেকে ১ বছরের ৩ হাজার ৫৭৫ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১ বছর বয়স থেকে ৫ বছরপর্যন্ত ২০ হাজার ২৩৫ জন শিশুকে লাল রংয়ের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

পৌরসভার ১৮টি ওয়ার্ডের স্থায়ী ক্যাম্পের পাশাপাশি ফেনী রেলওয়ে স্টেশন, মহিপাল বাস স্ট্যান্ড, সোনাগাজী বাস স্ট্যান্ড, ছাগলনাইয়া বাস স্ট্যান্ড, কুমিল্লা বাস স্ট্যান্ডে ভ্রাম্যমান কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।