ফেনী, বিজ্ঞান ও প্রযুক্তি | তারিখঃ June 17th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 3676 বার

শহর প্রতিনিধি->>
ফেনীতে জবমেলায় তাৎক্ষণিক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী পেয়েছে ১৭ জন বেকার তরুণ। শনিবার সকালে ফেনী
কম্পিউটার ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রকল্পের অর্থায়নে কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কিল কম্পিটিশন, সেমিনার ও জবমেলা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে বেকার তরুণরা এ চাকরি পায়।
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইনস্টিটিউট মিলনায়তনে স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফেনীর নির্বাহী প্রকৌশলী ইশরাত নুসরাত সিদ্দিকী, পিডিবি ফেনীর নির্বাহী প্রকৌশলী আ স ম রেজাউন নবী, জেলা একাউন্স ও ফাইন্যান্স অফিসার এটিএম মাহমুদুল করিম ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের ইকুইপমেন্ট অফিসার এনামুল হক রাকিব।
স্বাগত বক্তব্য রাখেন ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ দেবব্রত কুমার নাথ। স্কিল কম্পিটিশনে ইনস্টিটিউটের তিনটি বিভাগের শিক্ষার্থীরা ৯টি প্রজেক্ট উপস্থাপন করেন।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ প্রজেক্টগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেমিনারে শিল্প প্রতিষ্ঠান মালিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
দিনব্যাপী চাকরী মেলা ও শিল্প প্রতিষ্ঠানের সাথে ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের মধ্যে সমযোতা সাক্ষর অনুষ্ঠিত হয়। মেলায় তাৎক্ষনিক ভাবে ১৭ জনকে চাকরী প্রদান করা হয় এবং দুটি শিল্প প্রতিষ্ঠানের সাথে সমযোতা স্মারক সাক্ষর করা হয়।
বিকালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উক্ত প্রতিষ্ঠানের কম্পিউটার বিভাগের প্রশিক্ষক আবদুস সোবহান শামীম।
প্রধান অতিথি ছিলেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা। বিশেষ অতিথি ছিলেন পিডিবি ফেনীর নির্বাহী প্রকৌশলী আ স ম রেজাউন নবী।
ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ দেবব্রত কুমার নাথ।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে অবরোধের সমর্থনে মশাল মিছিল
- ফেনীতে অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- দাগনভূঞায় নৌকার প্রার্থীর সভায় বক্তব্য রাখায় বিএনপি নেতা বহিষ্কার
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ফেনীর তিনটি আসনে ৩৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
- ফেনীতে হরতালের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
- সোনাগাজীতে মনোনয়ন না পেয়ে কাঁদলেন উপজেলা চেয়ারম্যান
- ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ ৩০, জমা ৪ জন
- ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় গুলিবিদ্ধসহ আহত ১০, আটক ৩
- দাগনভূঞায় বাসের ধাক্কায় বেকারি শ্রমিক কিশোর নিহত
- ফেনী-১:জাসদ’র শিরিনের পর আ’লীগের নাসিমের মনোনয়ন দাখিল
Leave a Reply