সোনাগাজী | তারিখঃ June 8th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 43474 বার

সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেলের বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ছাত্রলীগ কর্মীর নাম মো. ফয়সাল। বুধবার সন্ধ্যায় গরুর হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
মো. ফয়সালের মামা মিজানুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৯টি ইউনিয়নের ২১টি অস্থায়ী গরু-ছাগলের হাট ইজারার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর মধ্যে চর চান্দিয়া ইউনিয়নের জমাদার বাজার হাট ইজারা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ১১ জন দরপত্র জমা দেন। বিকেলে সর্বোচ্চ ৭০ হাজার টাকা দরদাতা হিসেবে মনোনীত হয়ে মিজানুর রহমান হাট পরিচালনার দায়িত্ব পান।
হাটের ইজারা না পেয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল ও তাঁর সহযোগী মো. হাসানসহ কয়েকজন মিলে ফয়সালকে একা পেয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেন। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ কাজে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও যুবলীগ নেতা মহিউদ্দিন ইন্ধন দিয়েছেন বলে দাবি করেন মিজানুর।
অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, মিজানুর রহমান ঝামেলা সৃষ্টি করতে অতিরিক্ত দাম দিয়ে হাট ইজারা নিয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল, হাসানসহ কয়েকজন তাঁর ভাগনে ফয়সালকে মারধর করেছেন। তবে সে সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে পিটু বাহিনীর প্রধান যুবলীগ নেতা পিটু ‘আটক’
- ফেনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা
- ফুলগাজীতে গাঁজাসহ নারী ও কিশোর গ্রেপ্তার
- ফেনীতে ১৫ বছরে ৮০ হাজার উপকারভোগী পেয়েছে ৫৫৩ কোটি টাকা
- ফেনীর প্রতারণা মামলায় চাকরিচ্যুত কারারক্ষী কুমিল্লায় গ্রেপ্তার
- দাগনভূঞার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাই সবুজ ঢাকায় গ্রেপ্তার
- পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবারের অর্থ বরাদ্দ বাড়লেও বাড়েনি মান
- ফেনীতে পুত্রবধূ হত্যায় শাশুড়ি গ্রেপ্তার
- ঢাকায় সন্ত্রাসী হামলায় ভুবনের মৃত্যু, ফেনীতে প্রতিবাদ
- অধিকারের আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন
Leave a Reply