শহর প্রতিনিধি->>

ফেনীতে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। রোববার সকালে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. বাতেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আাইসিটি) ফাহমিদা হক, অতিরিক্ত পুলিশ সুপার, শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা বিজ্ঞানমেলার স্টলসমুহ পরিদর্শন করেন।

পরে সকাল ১১টায় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৩টায় উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।

সোমবার বিকেলে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।