সদর প্রতিনিধি->>

ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মো. আব্দুল শাকের (৩২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব। শনিবার (২৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রামমহাসড়েকর বোগদাদিয়া বাজার এলাকায় গাড়ি তল্লাশি করে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক মো. আব্দুল শাকের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মৌলভিবাজার এলাকার মো. আমিনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়েকর বোগদাদিয়া বাজারের রিপন স্টোরের সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়ে ব্যাপক তল্লাশি চালায় র‍্যাব। এসময় বাসে উঠার জন্য অপেক্ষারত এক ব্যাক্তিকে আটক করে র‍্যাব। আটককৃত ব্যক্তির তথ্য অনুযায়ী পাশে দাড়ানো একটি যাত্রী বাহী বাসের বক্স থেকে একটি কার্টুন বের করার পর কার্টুনের ভেতরে পলিথিন মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য তিন লাখ টাকা।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত গাঁজা সহ আটক শাকেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।