দাগনভূঞা প্রতিনিধি->>

দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগে অনিবন্ধিত আল-আরাফা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে দাগনভূঞা উপজেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

বিএসটিআই কুমিল্লা অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মেহনাজ শারবীন অভিযান পরিচালনা করেন। এসময় ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার আল-আরাফা বেকারীতে অভিযান চালালে প্রতিষ্ঠানটিতে ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুনগত মান যাচাইকালে সিএম লাইসেন্স গ্রহণ না করে ও বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন বিক্রিয় ও বিতরণের চিত্র দেখতে পায়।

এসব অভিযোগে বিএসটিআই আইন-২০১৮ এর ২৭ ধারায় আল-আরাফা বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এসময় আদালতের নির্দেশে রঙ যুক্ত কেক এর কাগজ জব্দপূর্বক ধ্বংস করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান, ফিল্ড অফিসার (সিএম), অংশগ্রহণ করেন।

বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা কাজী মো. শাহান জানান, পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।