ফেনী | তারিখঃ May 27th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 9897 বার

নিজস্ব প্রতিবেদক->>
স্বামীকে শ্বাসরোধে হত্যার ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলু বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (২৬ মে) ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেলু বেগম ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ চন্ডিপুরের আব্দুল খালেকের মেয়ে।
র্যাব জানায়, ২০১১ সালের ৩০ মার্চ রাতে পারিবারিক কলহের জেরে মহরম আলী মোহনকে (৩৫) শ্বাসরোধে হত্যা করে দেলু বেগম। ওই রাতে মোহনের মা জাহানারা বেগম বাড়িতে ছিলেন না। পরদিন ভিকটিমের মা জাহানারা বেগম বাদী হয়ে ছেলে হত্যার অভিযোগে দেলু বেগমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন।
এ ঘটনায় দেলু বেগমকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে। পরে তিনি জামিনে গিয়ে আত্মগোপনে চলে যান। মামলার তদন্ত কর্মকর্তা দেলু বেগমকে অভিযুক্ত করে ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘদিন পলাতক থাকায় স্বামী হত্যার অপরাধে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত ২০২৩ সালের ১১ এপ্রিল স্ত্রী দেলুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলু বেগমকে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে গ্রেপ্তার করে।
ফেনীস্থ র্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে পিটু বাহিনীর প্রধান যুবলীগ নেতা পিটু ‘আটক’
- ফেনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা
- ফুলগাজীতে গাঁজাসহ নারী ও কিশোর গ্রেপ্তার
- ফেনীতে ১৫ বছরে ৮০ হাজার উপকারভোগী পেয়েছে ৫৫৩ কোটি টাকা
- ফেনীর প্রতারণা মামলায় চাকরিচ্যুত কারারক্ষী কুমিল্লায় গ্রেপ্তার
- দাগনভূঞার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাই সবুজ ঢাকায় গ্রেপ্তার
- পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবারের অর্থ বরাদ্দ বাড়লেও বাড়েনি মান
- ফেনীতে পুত্রবধূ হত্যায় শাশুড়ি গ্রেপ্তার
- ঢাকায় সন্ত্রাসী হামলায় ভুবনের মৃত্যু, ফেনীতে প্রতিবাদ
- অধিকারের আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন
Leave a Reply