ঢাকা অফিস->>

রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় একদিনের রিমান্ড শেষে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ মে) রিমান্ড শেষে মজনুকে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে হাজির করা হয়। সেখানে তাকে কারাগারে পাঠানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

এর আগে রোববার (২১ মে) মধ্যরাতে এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রফিকুল আলম মজনুকে রাত ১২টার দিকে শাহজাহানপুরের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছে।

পরবর্তীকালে সোমবার (২২ মে) মজনুকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।