দাগনভূঞা প্রতিনিধি->>

জন্ম থেকে দুই হাত বিহীন পা দিয়ে লেখা শিশু আবদুল্লাহ আল মোনায়েমকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘরের চাবি তুলে দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড, আমিনুর রহমান এনডিসি।

শনিবার দুপুরে ফেনীর দাগনভূঞা পৌরসভার শ্রীধরপুর গ্রামে সরকারিভাবে নির্মিত এ বসতঘরের সামনে এ শিশু মোনায়েমের হাতে ঘরের চাবি তুলে দেন বিভাগীয় কমিশনার। এ সময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ওমর ফারুক খান, থানার ওসি মো. হাসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আড়াই শতাংশ জমি কিনে এ দাগনভূঞা উপজেলা প্রশাসন এ আধা পাকা এ ইটের ঘর নির্মাণ করে দেয়।

শিশু মোনায়েম জন্ম থেকে দুই হাত বিহীন। ২ বছর আগে তার বাবা মারা গেছে। মা আর ছোট ভাইকে নিয়ে তাদের পরিবার।
পা দিয়ে ছবি একে সে জাতীয় পর্যায়ে পুরস্কার পায় মোনায়েম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে পুরস্কার তুলে দেন। অসহায় এ পরিবারটি মাথা গোঁজার ঠাই না থাকায় তাকে এ বসত ঘর নির্মাণ করে দেয়।

পা দিয়ে ছবি এঁকে দেশসেরা পুরস্কার পান দুই হাত ছাড়া জন্ম গ্রহণ করা ফেনীর দাগনভূঞা একাডেমীর ৭ম শ্রেণির ছাত্র ও দাগনভূঞা উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোনায়েম