শহর প্রতিনিধি->>

ফেনী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেরর আয়োজনে আগামি ২৪ ও ২৫ মে লিটারেচার ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে।

আয়োজনের প্রথম দিন ২৪ মে সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান অতিথি ফেনী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড০? এম. জামালউদ্দীন আহমেদ, এফআরএসসি, এফআরএস।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং ইংরেজি বিভাগ এর শিক্ষকবৃন্দ।

ওইদিন বেলা ১১.৩০ টায় আয়োজনের মূল আকর্ষণ হিসাবে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্যের অন্যতম পথিকৃৎ, দেশবরেণ্য ড. সৈয়দ মনজুরুল ইসলাম স্যার-এঁর Literature and Beyond…বিষয়ে বিশেষ আলোচনা।

দুপুর ১২:৩০ টায় বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে আলোচনা করবেন তরুণ সাহিত্যিক স্বকৃত নোমান।

অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে ফেনীর সুপরিচিত কবি-সাহিত্যিকদের কবিতা আবৃতি ও চলচ্চিত্র প্রদর্শনী।

২৫ মে আয়োজনের দ্বিতীয় দিন সকাল ১০:৩০ টায় নজরুল বিশেষজ্ঞ ড. আবু হেনা স্যারের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম- এঁর বিভিন্ন সাহিত্যকর্ম ও তাঁর জীবনাদর্শ এবং সকাল ১১:৩০ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং উদীয়মান লেখক হৃদয় রেজোয়ান স্যারের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এঁর বিভিন্ন সাহিত্যকর্ম ও সুফিবাদ নিয়ে আলোচনার আয়োজন করা হয়েছে৷ অপরাহ্নে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন।

সার্বিক এ আয়োজনে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছেন ফেনী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।