শহর প্রতিনিধি->>

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী জেলা আওয়ামী লীগ। সোমবার বিকেলে ফেনী পৌরসভাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে মিছিলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ, সহ-সভাপতি আলী হায়দার মাস্টার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খন্দকার, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিমুল্লা বি কম, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন , সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

পরে মিছিলটি ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে শেষ হয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হাফিজ আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির প্রতিবাদে একই দিন ফেনীর ছয় উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

প্রসঙ্গত, রোববার রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ জনসভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। এরপর পরপরই বিক্ষোভে ফেটে পড়ে সারা দেশের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।