ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ায় গৃহবধূ অপহরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া ভাগনেকে ছাড়িয়ে নিতে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এসআই অনুপ কুমার ধর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত যুবলীগ নেতার নাম জাহাঙ্গীর আলম। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

এজাহার থেকে জানা যায়, গত ২৮ এপ্রিল এক গৃহবধূকে অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন ওই গৃহবধূর এক স্বজন। গৃহবধূর ফোনের সূত্র ধরে যুবলীগ নেতার ভাগনে এমরান খান জনিকে গতকাল শনিবার বিকেলে থানায় ডেকে নেয় পুলিশ।

খবর পেয়ে ভাগনেকে ছাড়িয়ে নিতে থানায় ছুটে যান জাহাঙ্গীর আলম। এ সময় থানা ভবনের এসআইদের কক্ষে ঢুকে এসআই অনুপ কুমার ধরকে গালাগাল শুরু করেন তিনি। এর একপর্যায়ে অনুপ কুমারের গায়ের পোশাক ছিঁড়ে ফেলে কিল-ঘুসি দেন জাহাঙ্গীর। পরে অন্য পুলিশ সদস্যরা এসে তাকে আটক করেন।

থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. আরিফুর রহমান বলেন, যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ বলেন, পুলিশকে মারধর করার অপরাধে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।