শহর প্রতিনিধি->>

জাতীয় কবি নজরুল ইসলামের জন্ম মাসে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে “কেন কাঁদে পরান, কী বেদনায় কারে কহি” শিরোনামে ফেনীতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় জাগরণী সাংস্কৃতিক একাডেমি ফেনীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

ফেনী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাগরণী সাংস্কৃতিক একাডেমি ফেনীর সভাপতি শম্ভু চন্দ্র বৈষ্ণবের সভাপতিত্বে ও আবৃত্তি শিল্পি নাজমুল হক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার কামরান হাসান, জেলার কবি সাহিত্যিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম দীর্ঘ দিন বেঁচে থাকলে আরও অনেক সাহিত্য রচনা করে যেতে পারতেন।

অনুষ্ঠানে কবির কালজয়ী গান পরিবেশন করেন রাজিব দাশ বাবলু, শতাব্দী দাশ ফেন্সি ও শান্তা দাশ। কবিতা আবৃত্তি করেন অ্যডভোকেট রাশেদ মাজহার, অ্যডভোকেট সাইফুদ্দিন শাহিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু সহ-সভাপতি মনজুর তাজিম, শান্তি চৌধুরী, বাপি পোদ্দার, পৃথ্বীরাজ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সমর দেবনাথ, জাগরণী সাংস্কৃতিক একাডেমির সহ-সভাপতি দীপক দাস, স্বপন দাস, বলরাম দেবনাথ, লিটন মালাকার, ফখরুদ্দিন ভূঁইয়া, সাধন নাথ, সঞ্জীব কুমার দাস, আবদুস সালাম ফরায়জী, শেখ আশিকুন্নবী সজিবসহ সাংস্কৃতিক সংগঠক ও জাগরণী সাংস্কৃতিক একাডেমী ফেনীর অভিভাবক এবং ছাত্রছাত্রী বৃন্দ।