সংবাদ বিজ্ঞপ্তি->>

ফেনীতে কমপেক্ট ইনস্টিটিউটে গ্রাফিক ডিজাইন কোর্সের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী কার্ডিয়াক হাসপাতালের চেয়ারম্যান ডা. মুহাম্মদ মুসা হাসনাত।

কমপেক্ট ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা জি.এম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমপেক্ট ইনস্টিটিউটের অধ্যক্ষ লিয়াকত আলী আরমান, মুন আইটি টেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ইউছুপ শাহিন।

ছাগলনাইয়া উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নেজামুল হক ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন আরবান ইয়ুথ সোসাইটির নির্বাহী সচিব নাছিমা আক্তার মনি, কমপেক্ট ইনস্টিটিউটের প্রশিক্ষক আরেফা নাজনীন।

প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন একটি জনপ্রিয় প্রফেশন হয়ে দড়িয়েছে। গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করছে ছাত্র/ছাত্রী।

বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও পরিচালিত ইনস্টিটিউট (প্রতিষ্টান কোডঃ ৬৯০৩৫) কোর্স শেষে কারিগরি (BTEB) শিক্ষাবোর্ড প্রদত্ত্ব সরকারী সার্টিফিকেট প্রদান করা হবে।