শহর প্রতিনিধি->>

ফেনীতে ভারতীয় চোরাইকৃত ৫০৮ পিস শাড়ি, ৫৮ পিস থ্রি-পিস ও ৬ হাজার ৮৭২ টি চশমাসহ দুইজনকে আটক র‍্যাব। শুক্রবার রাতে শহরের স্টেশন রোড়ের পোস্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ভারতীয় মাল ও চোরাকারবারিদের আটক করা হয়।

আটককৃতরা হলো : ছাগলনাইয়া উপজেলার মধ্য মটুয়া গ্রামের তারেক (২৫) ও উত্তর মটুয়া গ্রামের মোঃ বাবলু (২৭)।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌর শহরের স্টেশন রোড়ের পোস্ট অফিসের সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়ে ব্যাপক গাড়ি তল্লাশি করা হয়। এসময় সন্দেহজনক একটি মিনি পিক-আপকে সিগনাল দিলে পিক-আপটি পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে র‍্যাব। গাড়ি তল্লাশী করে ১৩টি বস্তা বেতর থেকে শাড়ি, থ্রি-পিস ও চশমা উদ্ধার এবং পিক-আপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৮ লক্ষ ১৫ হাজার টাকা।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, চোরাই মালামাল ও পিক-আপসহ আসামীদের থানায় হস্তান্তর করেছে র‍্যাব