পরশুরাম | তারিখঃ May 17th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 4451 বার

বিশেষ প্রতিবেদক->>
শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের তৈরি মোটরগাড়িতে পৌঁছেছেন পরীক্ষা কেন্দ্রে, তারপর দুই হাতে ভর করে হামাগুড়ি দিতে সিঁড়ি মাড়িয়ে পরীক্ষার হলে। এভাবেই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে পরশুরাম পৌর এলাকার বাঁশপদুয়া গ্রামের জাহিদুল ইসলাম।
প্রবল ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিবন্ধী জীবনকে সে স্বাভাবিকভাবেই মেনে নিয়ে লেখাপড়া করে যাচ্ছে বলে জানান ওই পরীক্ষার্থী।
পরশুরাম কবি সামছুন নাহার মাহমুদ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের দ্বিতীয় তলার একটি কক্ষে পরীক্ষা দিচ্ছে জাহিদ। সব বাধা ও প্রতিকূলতাকে জয় করে স্বার্বলম্বী হওয়ার স্বপ্ন তার।
জাহিদুল ফেনী পরশুরাম গুথুমা খাঁন বহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র জাহিদ। এ বছর মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে। জাহিদ চার ভাইবোনের মধ্যে মেঝো।
জানা গেছে, তার বয়সি সহপাঠীদের সঙ্গে স্বাভাবিকভাবে খেলাধুলায় অংশগ্রহণ, হাঁটাচলা করা, হেঁটে হেঁটে বা সাইকেল চালিয়ে স্কুল যেতে না পারলেও হাসি আনন্দ আর হুইলচেয়ারে বসে হই-হুল্লোড় ঘুরাঘুরি আর পড়ালেখায় পিছিয়ে নেই জাহিদ। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা তার জন্য অনেক আন্তরিক।
পড়াশোনার প্রতি প্রবল আগ্রহের ব্যাপারে জানতে চাইলে অদম্য জাহিদ জানায়, সবার ভালোবাসা আর সহযোগিতা পেলে অনেক বড় হতে চান জাহিদ।
জাহিদুল ইসলাম বলেন, ‘আমি সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সুস্থ অবস্থায় সব বিষয়ের পরীক্ষা দিতে পারলে আশা করি ভালো ফলাফল করব। আমার স্বপ্ন একটি ভালো কলেজের ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের অভাব দূর করব।’
এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, জাহিদ শান্ত স্বভাবের একজন মেধাবী শিক্ষার্থী। শারীরিক সমস্যা থাকলেও সে নিয়মিত ক্লাসে উপস্থিত হতো। তার প্রচণ্ড মনোবল সবার জন্য অনুকরণীয়। স্কুলের পক্ষ থেকে তার পড়ালেখা চালিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক
- ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
- ফেনীতে গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- ফেনীতে জাল সনদে শিক্ষকতা, দুই শিক্ষক চাকুরীচ্যুত
- ফেনীতে বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
- সোনাগাজীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
- ৬ দফা দিবসে ফেনীতে আওয়ামী লীগের শোভাযাত্রা ও সমাবেশ
- ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
Leave a Reply