খেলাধুলা | তারিখঃ May 14th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 8783 বার

সোনাগাজী প্রতিনিধি->>
ঘূর্ণিঝড় মোখা’য় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রোববার সকাল থেকে অন্তত ১০-১২টি ট্রলার নিয়ে জেলেরা উপকূল থেকে সাগরে ও বড় ফেনী নদীতে মাছ ধরতে গেছেন।
জেলেরা মাছ ধরতে যাওয়ার খবর পেয়ে সোনাগাজীর জেলেপাড়ায় ছুটে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম অনীক চৌধুরী, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, মৎস্য বিভাগের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এস এম অনীক চৌধুরী বলেন, যে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে গেছেন, তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার চর চান্দিয়া ইউনিয়নে জেলেপাড়ার বাসিন্দা প্রিয় লাল জলদাস বলেন, তাঁরা সারা বছর নানা ধরনের ঝড়-তুফান মোকাবিলা করে নদী ও সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে তিন-চার দিন ধরে প্রশাসনের নির্দেশে জেলেরা নৌকা ও ট্রলারগুলো তীরে বেঁধে রেখেছেন। ফলে তাঁদের ঘরে খাদ্যসংকট ও বিভিন্ন এনজিওর কাছ থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না। কিছু জেলে পেটের দায়ে না বুঝে আজ সকালে সাগর ও নদীতে মাছ শিকার করতে চলে গেছেন।
চর খোন্দকার এলাকার বাসিন্দা নিরঞ্জন জলদাস বলেন, প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আশ্রয়কেন্দ্রে যেতে। ৬০ বছর বয়সে তিনি কত ঘূর্ণিঝড় দেখেছেন, এসবে তাঁরা ভয় পান না। ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে গেলে ঘরে তো কিছু থাকবে না, সব লুট হয়ে যাবে। বাড়ির পাশের নদীর তীরে নৌকা-জালসহ লাখ টাকার সম্পদ পড়ে আছে। এসব ছেড়ে তো আশ্রয়কেন্দ্রে যেতে পারেন না।
আশ্রয়কেন্দ্রে গেলে বাড়িঘরের চিন্তায় ঘুম হয় না, এ জন্য আশ্রয়কেন্দ্রে যেতে চান না বলে জানিয়েছেন জেলেপাড়ার বাসিন্দা হর লাল জলদাস। জেলেপাড়ার আরেক বাসিন্দা ফুল রানী জলদাস বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে বসবাসের জন্য নারীদের জন্য ভালো ব্যবস্থা নেই। নিরাপত্তা নেই, তাই ঘরেই ভালো। পানি না ওঠা পর্যন্ত তাঁরা বাড়িতে থাকবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক
- ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
- ফেনীতে গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- ফেনীতে জাল সনদে শিক্ষকতা, দুই শিক্ষক চাকুরীচ্যুত
- ফেনীতে বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
- সোনাগাজীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
- ৬ দফা দিবসে ফেনীতে আওয়ামী লীগের শোভাযাত্রা ও সমাবেশ
- ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
Leave a Reply