ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. হানিফ ওরফে বোমা হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবির রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হানিফ উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের আবদুল বারেক ওরফে আবদুল বাকেরের ছেলে।

এদিকে একইদিন উত্তর যশপুর টিলাপাড়া এলাকা থেকে এক কেজি গাঁজা সহ মিজান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পরশুরামের উত্তর কেতরাংগা এলাকার খায়েজ আহমদের ছেলে।

এছাড়া মারামারি মামলায় উত্তর কুহুমা গ্রামের পূর্ব মাঈন উদ্দিন হাজি বাড়ির মিজানুর রহমান ও সাইফুল ইসলামকে গ্রেপ্তা করে আদালতের মাধ্যমে ফেনী জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মিজানুর রহমান ওই এলাকার আহছান উল্যার ছেলে এবং সাইফুল ইসলাম একই বাড়ির নুর ইসলামের ছেলে। তারা দুজন পাল্টাপাল্টি মামলার বাদি ও আসামি।