সোনাগাজী প্রতিনিধি->>

সোনাগাজীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিজের জীবনের নিরাপত্তা চাইলেন চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, চরমজলিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হোসেন।

তিনি সভায় বলেন,”উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জহিরুল হক রতন আমাকে হত্যা করে চেয়ারম্যান হতে চান, গত দুই দিনে তার নেতৃত্বে বেশ কয়েকজন লোকের উপর হামলা করা হয়েছে, সে প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি মারা গেলে রতন দায়ী থাকবেন, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে রোববার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।

সভার প্রধান অতিথি এমপি লে. জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে সোনাগাজী মডেল থানার ওনিকে নির্দেশ দেন।এছাড়াও চেয়ারম্যানকে থানায় জিডি করার পরামর্শ দেন।

এসময় এমপি মাটি দস্যুদের বিরুদ্ধে ইউএনও এবং ওসিকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু।

এদিকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জহিরুল হক রতন বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হলে তার বিচার হোক, আর যদি মিথ্যা হয়, তাহলে হোসেন চেয়ারম্যানের বিচার হোক।