দাগনভূঞা | তারিখঃ April 30th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 5872 বার

দাগনভূঞা প্রতিনিধি->>
দাগনভূঞায় আধিপত্ত বিস্তার ও সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ-যুবলীগ দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তক ১০ জন আহত হয়েছেন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের উত্তর গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, রাতে উপজেলার গজারিয়া গ্রামে রিফাত (১৭) নামে এক তরুণের প্রকাশ্যে সিগারেট খাওয়া নিয়ে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিওন (১৭), তারেক (২৪) ও সিয়াম (১৬) নিজেদের বড় ভাই দাবি করে তাকে চড়থাপ্পড় মারেন।
এ ঘটনায় রিফাতের বন্ধুরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে গজারিয়া বাজারে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হোসেন এবং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি রমিজ উদ্দিনের এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। পরে মধ্যরাতে আবার ঘটনাটি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় নয়ন ও হান্নানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন মামুন বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগের সঙ্গে কারও সংঘর্ষের ঘটনা ঘটেনি।’
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রমিজ (২৮) নামে এক যুবককে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আটককৃত যুবককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে পিটু বাহিনীর প্রধান যুবলীগ নেতা পিটু ‘আটক’
- ফেনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা
- ফুলগাজীতে গাঁজাসহ নারী ও কিশোর গ্রেপ্তার
- ফেনীতে ১৫ বছরে ৮০ হাজার উপকারভোগী পেয়েছে ৫৫৩ কোটি টাকা
- ফেনীর প্রতারণা মামলায় চাকরিচ্যুত কারারক্ষী কুমিল্লায় গ্রেপ্তার
- দাগনভূঞার সাজাপ্রাপ্ত আসামী আব্দুল হাই সবুজ ঢাকায় গ্রেপ্তার
- পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবারের অর্থ বরাদ্দ বাড়লেও বাড়েনি মান
- ফেনীতে পুত্রবধূ হত্যায় শাশুড়ি গ্রেপ্তার
- ঢাকায় সন্ত্রাসী হামলায় ভুবনের মৃত্যু, ফেনীতে প্রতিবাদ
- অধিকারের আদিলুর ও এলানের মুক্তির দাবিতে ফেনীতে মৌন প্রতিবাদ ও মানববন্ধন
Leave a Reply