Murder_bg_784687642
বিশেষ প্রতিনিধি: পরশুরামে মির্জানগর ইউনিয়নর ছাত্রলীগের সভাপতি রবিউল করিম চৌধুরী রোববার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সুবার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আবদুল আহাদ চৌধুরী (২০) ও ইকরাম আলি (১৮) কে গুরতর আহত করেছে । এতে দুইজনের পা ও হাত কেটে গেছে। আহতদের দুইজন কে প্রথমে পরশুরাম পরে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়। বর্তমানে আশংকা জনক অবস্থা চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ব্যপারে পরশুরাম থানায় সোমবার পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজহার সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল করিম চৌধুরী আবদুল আহাদ চৌধুরী ও ইকরাম আলির সাথে কথা কাটা কাটি হয়েছে । কথাকাটাকাটির জের ধরে রবিউল করিম চৌধুরী রোববার রাত ১০ টার দিকে সিএনজিতে করে ৭/৮ জন সন্ত্রাসী সহ সুবার বাজারে আহাদ ও আলি কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে রবিউল করিমের ধারালো অস্ত্রের আঘাতে আহাদের হাটুর নিচে বিচ্ছিন্ন হয়ে যায়।আহত দুজন ইউনিয়ন ছাত্রলীগের কর্মি বলে জানা গেছে।
আহত আহাদের পরিবার বাদী হয়ে ছাত্রলীগ নেতা রবিউল করিম চৌধুরী, মির হোসেন মিরু,রিপন, মো বাপ্পি টিটু কে আসামী করে মামলা করে।
রবিউল করিম চৌধুরীর সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ট এলাকাবাসী , রবিউল হক ভারতের সাথে মাদক ব্যবসা সহ বিভিন্ন চোরাচালানের সাথে জড়িত , রবিউল হক ইতিপুর্বে পরশুরাম ডাকবাংলা এক নারী সহ স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ে একই ভাবে সুবার বাজারের ষ্টেডিও তে এক মাদরাসা ছাত্রীকে শ্লীলতা হানির চেষ্টার অভিযোগ উঠে।
পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম নিহাদ জানান আহত ও ইকরাম কে কুপিয়ে আহত করার বিষয়টি শুনেছেন।
পরশুরাম থানার ওসি আবুল কাশেম ঘটনার সত্যতা স্বীকার করেন। #