সদর প্রতিনিধি->>

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল হোসেন টিটু (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে ফেনী-সোনাইমুড়ি আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার রতনপুর বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ইসমাইল হোসেন টিটু নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় গাজীরহাট বাজারের মুদি মালের ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, ফেনী শহর থেকে নিজ দোকানের জন্য মালামাল কিনে পিকআপ ভ্যানে তুলে দিয়ে নিজে মোটরসাইকেলে করে সেনবাগের গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। ফেনী-সোনাইমুড়ি সড়কের ফেনী সদর উপজেলার রতনপুর বিদ্যালয় এলাকায় পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পার হওয়ার সুযোগ দিতে গিয়ে সড়কের পাশে বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা লাগে ইসমাইলের। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে নিহত ওই ব্যক্তির বাবা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করলে পুলিশ লাশ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।