সদর প্রতিনিধি->>

ফেনীতে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার দেবীপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকার ছোট কুশিয়ারবাগ গ্রামের বাসিন্দা রিয়াদ উদ্দিন (২৬) ও মো. আশিক (৩০)। রিয়াদ কেরানীগঞ্জে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতেরর পরিবার সূত্র জানায়, ঢাকা থেকে দুই বন্ধু গত রোববার একটি মোটরসাইকেলে চড়ে বেড়াতে যান কক্সবাজারে। ফেরার পথে শুক্রবার রাতে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে রিয়াদ ঘটনাস্থলে মারা যায়।

আহত অবস্থায় আশিককে প্রথমে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা। শুক্রবার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য রিয়াদের লাশ ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।