ফেনী | তারিখঃ December 18th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 342862 বার

শহর প্রতিনিধি->>
ফেনীতে আবু তাহের নামে এক ব্যবসায়ীর ১ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের চেষ্টা করার অভিযোগ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ প্রাননাশের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন নুরুল আফসার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নুরুল আবসার টাকা না দিয়ে আবু তাহের কে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও অপপ্রচার করছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন আবু তাহের।
আবু তাহের ও নুরুল আবসার ফেনী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিরিঞ্চির বাসিন্দা।
লিখিত বক্তব্যে আবু তাহের বলেন, একে অপরের পরিচিত হওয়ায় আবু তাহের ও নুরুল আবসার দু’জনই ২০১০ থেকে মৌখিক ও ২০১২ থেকে স্টাম্পে লিখিতভাবে চুক্তিকরে মেসার্স নুরুল আবসার কনষ্টাকশন ফার্মের ব্যবসা করে আসছে। এ ফার্মে দুই জন ছাড়াও শহিদুল ইসলাম নামে আরো একজন অংশীদার থাকলেও তিনি ২০১৭ তে চুড়ান্ত হিসাব করে বিদায় নেন। আবু তাহের ২০১৯ পর্যন্ত ব্যবসা করার পর তার হিসাব চুড়ান্ত করে পাওনা বুঝে দেয়ার জন্য বলেন। হিসাব করার পর ১ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৩ শত ৫৯ টাকা পাওনা আবু তাহের। চুডান্ত হিসাবের পর নুরুল আবসার আবু তাহেরকে পাওনা টাকা দিতে গড়িমসি করে। পরে এ ব্যাপারে আবু তাহের বাদী হয়ে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন (ফেনী সিআর-৭৯৫/২০২০)। আদালত মামলাটি পিটিআইকে তদন্তের দায়িত্ব দেন।
এদিকে টাকা না দিয়ে উল্টো নুরুল আবসার আবু তাহেরের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করলে আদালত মামলাটি ফেনী পৌরসভার মেয়রকে সুরাহার দায়িত্ব দেন। টাকা পাওয়ার বিষয়ে একাধিক বার পৌরসভা ও বিভিন্ন স্থানে শালিশী বৈঠক হলেও নুরুল আবসার বৈঠক উপস্থিত না হয়ে কালক্ষেপন করেন। এ বিষয়ে দু,পক্ষের সিদ্ধান্তে ফেনী আদালতের এডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন ও এম শাহজাহান সাজু বৈঠকে মিলিত হযন। দু’পক্ষের আইনজীবিদ্বয় উভয় পক্ষের কাগজপত্রের আলোকে চুডান্ত হিসাব দাঁড় করান। এতে আবু তাহেরের দাবীকৃত পাওনা কমিয়ে
১ কোটি ২৪ লাখ ৪৬ হাজার ১ শত ১৯ টাকা আবু তাহের পাবেন বলে চুড়ান্ত হয়। আবু তাহেরের পাওনা টাকা ফেরত দিতে নুরুল আবসারকে তার মানিত আইনজীবি এম. শাহজাহান লিখিতভাবে জানান। টাকা না দিয়ে নুরুল আবসার তালবাহানা শুরু করেছে বলে আবু তাহের সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। তিনি টাকা ফেরত পেতে ও হয়রানি থেকে বাঁচতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও নুরুল আবসার সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য পরিবেশন করে আমার বিরুদ্ধে কতিপয় পত্রিকায় সংবাদ ছাপিয়ে আমার চরিত্র হনন ও আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার অপপ্রয়াস চালাচ্ছেন। আমার কাছ থেকোন প্রকার বক্তব্য না নিয়ে একতরফা সংবাদ প্রচার করা হয়। যা সাংবাদিকতার নীতি বিরুদ্ধ। এই ব্যাপারে আপনাদের মাধ্যমে প্রকৃত সত্য উঠে আসবে।
এসময় তিনি তার পাওনা টাকার স্বপক্ষে ডকুমেন্টস সরবরাহ করেন। সংবাদ সম্মেলনে তিনি ছাড়াও তার স্বজনরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক
- ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
- ফেনীতে গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- ফেনীতে জাল সনদে শিক্ষকতা, দুই শিক্ষক চাকুরীচ্যুত
- ফেনীতে বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
- সোনাগাজীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
- ৬ দফা দিবসে ফেনীতে আওয়ামী লীগের শোভাযাত্রা ও সমাবেশ
- ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
Leave a Reply