শহর প্রতিনিধি->>

ফেনীতে ৩১তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ: প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যে দিবসের শুরুরে শোভাযাত্রা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মােমেনা আক্তার।

শোভাযাত্রাটি শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থােয়াই অং প্রু মার্মা।

বক্তারা সমাজের সর্বস্তরের কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা ও উন্নয়নের সব ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলােচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধী ৫ জনের মাঝে ৫টি সাদাছড়ি এবং ৫ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৫টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

মানববন্ধনে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী অটিটিস্টক বিদ্যালয়, ফেনী জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ফেনী জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী উদন্নয়ন সংস্থা, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, ক্ষুধা নিবারণ সমিতি, ফেয়ার, গ্রামীণ প্রোগ্রেস, সবুজ বাংলা, আর্য সাংস্কৃতিক কেন্দ্র, কাজী জামাল উদ্দিন ফাউন্ডেশন এর শতাধিক সদস্য, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।