পরশুরাম | তারিখঃ November 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 13610 বার

পরশুরাম প্রতিনিধি->>
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) হাতে নিহত মেজবাহ উদ্দিনের (৪৭) লাশ বুধবার বিকেলে জানাজা শেষে তাঁর গ্রামে দাফন করা হয়েছে। মেজবাহ উদ্দিনের চার কন্যা বাবার মুখ দেখতে আহাজারি করলেও দেখতে দেওয়া হয়নি।
স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন জানান, লাশ অনেকটা পচে-গলে গেছে, মুখ থেঁতলে গেছে, দেখার মতো পরিস্থিতি নেই। তা ছাড়া ময়নাতদন্ত শেষে মাথার হাড় দেখা যাচ্ছে। এমতাবস্থায় লাশ দেখানোর মতো কোনো পরিস্থিতি ছিল না।
এদিন দুপুরে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে পৌর এলাকার উত্তর গুথুমা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় স্ত্রী ও চার কন্যা সন্তানের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশ জানায়, ফেনীর পরশুরামে বিএসএফের হাতে নিহত মেজবাহ উদ্দিনের লাশ ১৭ দিন পর গত মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। বিলোনিয়া স্থল বন্দরের চেকপোস্ট দিয়ে মেজবাহ উদ্দিনের লাশ হস্তান্তর করা হয়। পুলিশ মেজবাহ উদ্দিনের লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, ১৩ নভেম্বর উপজেলার বাঁশপদুয়া গ্রামে সীমান্তবর্তী এলাকায় ধান কাটতে গেলে বিএসএফ মেজবাহ উদ্দিনকে ধরে নিয়ে যায়। তিন দিন পর স্থানীয়রা মেজবাহ উদ্দিনের লাশ ভারতীয় সীমান্তে কাঁটাতারের ১০০ গজ ভেতরে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন। ১৬ নভেম্বর রাত তিনটায় বাংলাদেশি কৃষক মেজবাহ উদ্দিনের লাশ নিয়ে যায় বিএসএফ।
ভারতের বিলোনিয়া থানার পরিদর্শক পরিতোষ দাস জানান, মেজবাহ উদ্দিনের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এখনো তাঁদের হাতে আসেনি। প্রতিবেদন পেলে বাংলাদেশ পুলিশকে দেওয়া হবে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ভারতীয় কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মেজবাহ উদ্দিনের লাশ ফেরত দেওয়ার পর ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে দাফন সম্পন্ন হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে আর্জেন্টাইন সমর্থকদের ‘এলাহি-কাণ্ড’
- ফেনীতে ধারণকৃত ‘ইত্যাদি’ বিটিভিতে প্রচারিত হবে ৩০ ডিসেম্বর
- সোনাগাজীতে খামারে ‘বন্যকুকুরের’ হানা, পৌনে দুই শতাধিক ভেড়ার মৃত্যু
- ফেনীর কোটি টাকার সুইমিংপুলটি এখন ফুটবল খেলার মাঠ
- ফেনীতে ব্যবসায়ীর দেড় কোটি টাকা আত্মসাতের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
- ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজের আয়োজন পৌর মেয়রের
- ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
- ফেনীতে অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক
- সোনাগাজীতে মাদরাসায় সহকারি সুপার পদে ঘুস দিতে না পরায় প্রথম হওয়া সত্ত্বেও নিয়োগ বাতিলের অভিযোগ
- ‘ইত্যাদি’ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠে
Leave a Reply