
শহর প্রতিনিধি->>
পরিবেশ বিপর্যয়ে ঝুঁকিপূর্ণ দেশসমূহের সংস্থা ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর ইয়ুথ ফেলোশিপ পেলেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমরান হোসেন। তিনি এই ইউনিভার্সিটির বিবিএ ২০তম ব্যাচের শিক্ষার্থী। ফেনী ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সিহাব কায়সার প্রীতম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিএফ-এর বার্ষিক সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ)-এর ২৭তম আসরে অংশ নিয়ে তিনি এই ফেলোশিপ অর্জন করেন। এবারের সম্মেলনটি মিশরের শার্ম আল শেখ শহরে ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ইমরান জাগো ফাউন্ডেশনের তরুণ বিভাগ ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর একজন স্বেচ্ছাসেবক এবং এই বিভাগের নোয়াখালী জেলার প্রেসিডেন্ট। তিনি উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের ফলে পরিবেশে সৃষ্ট ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে কাজ করেন। এই ফেলোশিপের অধীনে তিনি দেশের বাইরে বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নেবেন এবং উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কাজ করবেন। ফেলোশিপটির মেয়াদ ১ বছর।
কপ-২৭ সম্মেলনে অংশগ্রহণ ও ফেলোশিপ অর্জনের ব্যাপারে জানতে চাইলে ইমরান জানান, তিনি এই সম্মেলন সম্পর্কে ২০২০ সালে জানতে পারেন ইউয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস-এর মাধ্যমে। তখন থেকেই তিনি জলবায়ুর ক্ষতিপূরণ আদায়ের জন্য বিভিন্ন ক্যাম্পেইন, ট্রেনিং, আন্দোলনে অংশ নিতে থাকেন। এই বছর আগস্টে সিভিএফ-এর ফেলোশিপ বিজ্ঞপ্তি দেখে তিনি আবেদন করেন। এরপর অনলাইনে ইন্টারভিউ দিয়ে ফেলোশিপের জন্য নির্বাচিত হন এবং কপ-২৭ সম্মেলনে আমন্ত্রণ পান।
তিনি আরো জানান, জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫৮ দেশের মধ্য থেকে মোট ১২ জনকে এই ফেলোশিপ দেয়া হয় এবং বাংলাদেশ থেকে একমাত্র তিনি ফেলোশিপের জন্য নির্বচিত হন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- পরশুরামে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবির জন্মবাষির্কী উদযাপন
- ফেনীতে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন
- দাগনভূঞায় বিএসটিআই লোগো ব্যবহার করে প্রতারণায় আল-আরাফা বেকারীকে জরিমানা
- ফেনীর বারাহীপুরে তথ্য অফিসের উঠান বৈঠক
- ফেনী ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জাকির, সম্পাদক জাহাঙ্গীর
- ছাগলনাইয়ায় এক বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
- দাগনভূঞার ফুলকলিদের সাফল্য
- সোনাগাজীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা
- স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, ১২ বছর পর ফেনী থেকে গ্রেপ্তার
Leave a Reply