
শহর প্রতিনিধি->>
পরিবেশ বিপর্যয়ে ঝুঁকিপূর্ণ দেশসমূহের সংস্থা ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর ইয়ুথ ফেলোশিপ পেলেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমরান হোসেন। তিনি এই ইউনিভার্সিটির বিবিএ ২০তম ব্যাচের শিক্ষার্থী। ফেনী ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা সিহাব কায়সার প্রীতম এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিএফ-এর বার্ষিক সম্মেলন কনফারেন্স অব পার্টিস (কপ)-এর ২৭তম আসরে অংশ নিয়ে তিনি এই ফেলোশিপ অর্জন করেন। এবারের সম্মেলনটি মিশরের শার্ম আল শেখ শহরে ৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ইমরান জাগো ফাউন্ডেশনের তরুণ বিভাগ ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর একজন স্বেচ্ছাসেবক এবং এই বিভাগের নোয়াখালী জেলার প্রেসিডেন্ট। তিনি উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের ফলে পরিবেশে সৃষ্ট ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে কাজ করেন। এই ফেলোশিপের অধীনে তিনি দেশের বাইরে বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নেবেন এবং উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কাজ করবেন। ফেলোশিপটির মেয়াদ ১ বছর।
কপ-২৭ সম্মেলনে অংশগ্রহণ ও ফেলোশিপ অর্জনের ব্যাপারে জানতে চাইলে ইমরান জানান, তিনি এই সম্মেলন সম্পর্কে ২০২০ সালে জানতে পারেন ইউয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস-এর মাধ্যমে। তখন থেকেই তিনি জলবায়ুর ক্ষতিপূরণ আদায়ের জন্য বিভিন্ন ক্যাম্পেইন, ট্রেনিং, আন্দোলনে অংশ নিতে থাকেন। এই বছর আগস্টে সিভিএফ-এর ফেলোশিপ বিজ্ঞপ্তি দেখে তিনি আবেদন করেন। এরপর অনলাইনে ইন্টারভিউ দিয়ে ফেলোশিপের জন্য নির্বাচিত হন এবং কপ-২৭ সম্মেলনে আমন্ত্রণ পান।
তিনি আরো জানান, জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫৮ দেশের মধ্য থেকে মোট ১২ জনকে এই ফেলোশিপ দেয়া হয় এবং বাংলাদেশ থেকে একমাত্র তিনি ফেলোশিপের জন্য নির্বচিত হন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- ফেনীতে আর্জেন্টাইন সমর্থকদের ‘এলাহি-কাণ্ড’
- ফেনীতে ধারণকৃত ‘ইত্যাদি’ বিটিভিতে প্রচারিত হবে ৩০ ডিসেম্বর
- সোনাগাজীতে খামারে ‘বন্যকুকুরের’ হানা, পৌনে দুই শতাধিক ভেড়ার মৃত্যু
- ফেনীর কোটি টাকার সুইমিংপুলটি এখন ফুটবল খেলার মাঠ
- ফেনীতে ব্যবসায়ীর দেড় কোটি টাকা আত্মসাতের চেষ্টা, মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
- ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজের আয়োজন পৌর মেয়রের
- ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেনকে কুপিয়েছে দুর্বৃত্তরা
- ফেনীতে অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক
- সোনাগাজীতে মাদরাসায় সহকারি সুপার পদে ঘুস দিতে না পরায় প্রথম হওয়া সত্ত্বেও নিয়োগ বাতিলের অভিযোগ
- ‘ইত্যাদি’ এবার ফেনী পাইলট হাইস্কুল মাঠে
Leave a Reply