শহর প্রতিনিধি->>

ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস পদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান।

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ফেনীর এর সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ।

স্বাগত বক্তব্য রাখেন ফেনী বিআরটিএ এর সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. গোলাম নবী, বাংলাদেশ আন্তঃজেলা বাস মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি জাফর উদ্দিন, আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়ন ফেনী শাখার সেক্রেটারী আজম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।