
শহর প্রতিনিধি->>
কুড়িয়ে পাওয়া শিশুপেল নতুন ঠিকানা ও অভিভাবকের পরিচয়। গতকাল সোমবার বিকেলে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে তাকে (দত্তক) আনুষ্ঠানিকভাবে ফেনীর এক ব্যবসায়ী দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকে এনামুল করিম, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু তাহের পাটোয়ারী, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর সভাপতি মঞ্জিলা আক্তার মিমি প্রমুখ।
এর আগে উদ্ধারের পর থেকে নবজাতকটি ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের তত্বাবধায়নে ছিলো। তাকে দত্তক পেতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিল ১৫টি পরিবার।
প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর বোর্ড অফিসের দক্ষিণে রাস্তার পাশ থেকে নবজাতকটিকে পলিথিনে মোড়োনো অবস্থায় উদ্ধার হয়।
Leave a Reply