শহর প্রতিনিধি->>

ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ছেলেদের খেলায় ফেনী সদরের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনাগাজীর উত্তর পশ্চিম চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের খেলায় ফেনী সদরের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মঙ্গলবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে খেলা শেষে প্রধান অতিথি থেকে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজি উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টে ছেলেদের খেলায় সেরা খেলোয়াড় হয়েছেন উত্তর পশ্চিম চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. ইয়াছিন, সেরা গোলদাতা নির্বাচিত হন রবিউল ইসলাম। মেয়েদের খেলায় বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুর্শিদা আক্তার সেরা খেলোয়াড় ও দাগনভূঞার উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাহুল জান্নাত সেরা গোলদাতা নির্বাচিত হয়।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, সাফে গিয়ে মেঢেরা চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মুখে হাসি বিস্তৃত হয়েছে। এখনকার দিনে গ্রামে গ্রামে মেয়েদের খেলা হচ্ছে। একসময় এসব চিন্তাই করা যেতো না। অদূর ভবিষ্যতে নারীরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। নারী হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জ্বল করবে। শুধুমাত্র বাংলা, ইংরেজি, গনিতে ৮০ মার্কস পেলে সব না। সবকিছু করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।