শহর প্রতিনিধি->>

ফেনীতে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। এসময় বেশ কয়েকটি দোকান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, রোববার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী অংশের সহদেবপুর, গোডাউন কোয়ার্টার, বারাহীপুর সহ একাধিক লেভেল ক্রসিং এলাকায় অভিযান চালানো হয়। এসময় ২০টি দোকান, ব্যাবসায়িক প্রতিষ্ঠানসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পরবর্তীতে একাধিক স্থাপনা নিজ দায়িত্বে ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।

চট্টগ্রম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিমের নেতৃত্বে এসময় ফেনী রেলওয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলীসহ প্রকোশল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। লেভেল ক্রসিং এলাকায় এসব অবৈধ স্থাপনা গড়ে উঠার কারণে নিরাপদে ট্রেন চলাচলে বিঘ্নিত হচ্ছিল বলে জানান রেল কর্তৃপক্ষ।