আন্তর্জাতিক, ফেনী | তারিখঃ September 15th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 14786 বার

অনলাইন ডেস্ক->>
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীদের জনপ্রিয় শহর আনসানে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফেনী কমিউনিটি ইন কোরিয়ার আয়োজনে ফেনীয়ানদের প্রথম মিলনমেলা।
কোরিয়ার বিখ্যাত মানিট্রান্সফার কোম্পানি জি মানি ট্রান্স ও ট্রাভেল এজেন্সি মাই ট্রিপ্স’র সহযোগিতায় ফেনী কমিউনিটি ইন কোরিয়ার মিলন মেলায় অংশ নিয়েছেন কোরিয়ায় অবস্থিত ফেনীর সন্তানেরা।
সকল ব্যস্ততা উপেক্ষা করে দিনটিকে আনন্দ ভাগাভাগি করার দিন হিসেবে উদযাপন করতে পেরে উৎফুল্ল অংশগ্রহণকারীরা। দক্ষিণ কোরিয়ায় ফেনী কমিউনিটি ইন কোরিয়া নামক সংগঠনটির উৎপত্তি হয় এবং এবারই প্রথম তারা ফেনী বাসীদের বৃহত্তম মিলন মেলার আয়োজন করতে সক্ষম হয়েছে। কোরিয়াতে অবস্থানরত ফেনীবাসীদের মধ্যে যারা কোরিয়াতে স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন সংগঠনটির পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
ফেনী কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি তরিকুল ইসলাম তারেক তার বক্তব্যে বলেন, মন থেকে চাইলে যেকোনো ধরনের বড় চ্যালেঞ্জ বাস্তবায়ন করা সম্ভব এ আয়োজন থেকে সেটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। শুধু মুখে বলে নয়, আমরা কাজেও তা বাস্তবায়ন করে দেখিয়েছি। তিনি আরও বলেন, আগামীতে কোরিয়ায় অবস্থিত ফেনীয়ানদের নিয়ে আরও বড় আয়োজন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার মাটিতে ফেনী কমিউনিটি ইন কোরিয়া একদিন অনেক বড় একটি সংগঠন হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক নুরুল আলম পাটোয়ারী তার বক্তব্যে বলেন, ফেনী কমিউনিটি ইন কোরিয়া শুধু ফেনী কেন্দ্রিক না পুরো বাংলাদেশের রোল মডেল হিসেবে দক্ষিণ কোরিয়াতে কাজ করবে। কোরিয়ায় ফেমীর প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকবে আমাদের এ সংগঠন।
উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. মামুন তার বক্তব্যে বলেন, দক্ষিণ কোরিয়াতে এই প্রথম ফেনী কমিউনিটি ইন কোরিয়া ফেনীবাসীর মিলন মেলার আয়োজন করতে সক্ষম হয়েছে। এ আয়োজনের সাথে জড়িত সকলের কাছে কৃতজ্ঞ আমরা। ভবিষ্যতেও আমরা একে অন্যের প্রয়োজনে সম্মিলিতভাবে পাশে থেকে কাজ করবো।
মিলন মেলায় সকলের পরিচয় প্রদান, স্থায়ী নাগরিকত্ব অর্জন কারীদের সংবর্ধনা, দুপুরের খাওয়া এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কারসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- আমাদের নিজেদের অর্থ-শ্রম দেশের কাজে লাগালে দেশের আরও উন্নয়ন হবে: জেলা প্রশাসক
- ফেনীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ
- সংস্কৃতি খাতে বাজেটের ১ শতাংশ বরাদ্দের দাবিতে ফেনীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ
- ফেনীতে গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক আটক
- ফেনীতে জাল সনদে শিক্ষকতা, দুই শিক্ষক চাকুরীচ্যুত
- ফেনীতে বজ্রপাতসহ স্বস্তির বৃষ্টি
- সোনাগাজীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
- ৬ দফা দিবসে ফেনীতে আওয়ামী লীগের শোভাযাত্রা ও সমাবেশ
- ছাগলনাইয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
- সোনাগাজীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ কর্মীকে মারধরের অভিযোগ
Leave a Reply