image

বিশেষ প্রতিনিধি->>

ফেনীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে দগ্ধ এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন প্রধানমন্ত্রীর পক্ষে অনিককে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে দেখতে যান। সেখানে তিনি অনিকের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানান। তিনি জানান, প্রধানমন্ত্রী অনিকের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন।

অনিককে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পাসপোর্ট তৈরীসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

গত ৫ জানুয়ারি ফেনী সদরের ডাক্তারপাড়া মোড়ে কোচিং শেষে বাড়ি ফেরার পথে খেজুর চত্বরে আওয়ামী লীগের সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরিত হলে আহত হয় অনিক। অনিকের মাথায় ও চোখে গুরুতর আঘাত লাগে।

ঘটনার পর পরই অনিককে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে চোখের চিকিৎসার জন্য অনিককে আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।