ছাগলনাইয়া প্রতিনিধি->>

ছাগলনাইয়ার ছয়ঘরিয়া থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা আটক করেছে বিজিবি। শুক্রবার মধ্যরাতে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারকালে ৩৫৬ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ৮৪ পিস ভারতীয় সুতি শাড়ি, ২৬ পিস ভারতীয় লেহেঙ্গা আটক করে বিজিবি । জব্দ করা হয়েছে ভারতীয় পন্য পাচারকালে ব্যবহৃত একটি ডায়না মিনি পিকআপ।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া চম্পকনগর সীমান্ত পিলার থেকে পাঁচশগজ অভ্যন্তরে ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালায় বিজিবি। সীমান্ত থেকে সড়ক পথে ভারতীয় পন্য বাংলাদেশে পাচারকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পিকআপ বোঝাই ভারতীয় শাড়ি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি পিকআপ তল্লাশি করে ৩৫৬ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ৮৪ পিস ভারতীয় সুতি শাড়ি, ২৬ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় পন্যের আনুমানিক মুল্য ৩৭ লাখ ১২ হাজার টাকা।

বিজিবি আরও জানান, আটককৃত ভারতীয় পন্য ফেনী কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।